এখন অনেক রাত,
কোথাও কেউ জেগে নেই
আখি যুগলে নেই ঘুমের ছায়া,
ঘুম যেন অভিমান করেছে
আজ আর দেখা মিলবে না,
র্নিঘুমে কেটে যাবে সারাটি রাত।
কারন শুধু একটাই,
আজ তুমি পাশে নেই।

তাই বসে পরলাম,
ডায়েরীটা নিয়ে তোমাকে নিয়ে লিখবো কবিতা
গান আর ছন্দের কল্পকথা।
কলমটা একটুও কালি দিচ্ছেনা আমায়,
ও যেন আজ রেগে আছে ।
কারন শুধু একটাইতুমি পাশে নেই বলে।

দক্ষিনের জানালা খুলে দিয়েছি
দেখবো চাঁদের মায়বী মুখ।
চাঁদটা যেন বারবার
তোমার রুপের কাছে হার মানছে
আর লজ্জায় লুকাচ্ছে মেঘের আড়ালে।

এ দৃশ্য দেখে,
আমার হৃদয়ে আনন্দের জোয়ার বইছে
তবে এই জোয়ারের কোনই মূল্য নেই।
কারন শুধু একটাইআজ তুমি পাশে নেই।



মিলান, ইতালী।
রাত : ১: ৩৫ , তারিখ : ১০/১১/২০০৮ ।

1 মন্তব্য:

On August 9, 2009 at 9:28 PM , Aero River said...

দেখলাম। ভালো লাগলো। কবিতা পড়তে আমার ভালো লাগে। মাঝে মাঝে বেশ কিছু ভালো কবিতা পড়ে ফেলি।

আপনার ব্লগটির ব্যাকগ্রাউন্ড কালো রঙের বিপরীতে বাক্যের রঙ খুব বেশি ঘোলাটে। একটু উজ্জ্বল করলে পড়তে সুবিধা হতো।

আপনি কি তিন কলামের কোন ব্লগ টেমপ্লেট খুঁজছেন। তাহলে এই ব্লগটিতে খোঁজ করে দেখতে পারেন।

আপনার কোন নিজস্ব ডিজাইনের আইডিয়া থাকলে তাও জানাতে পারেন। আশা করি আপনাকে সামান্য হলেও সাহায্য করতে পারবো।

ভালো থাকুন

aR
Bangla Hacks